ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুশান্ত মামলার চার্জশিট দাখিল, অভিযুক্ত রিয়াসহ ৩৩ জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২১
সুশান্ত মামলার চার্জশিট দাখিল, অভিযুক্ত রিয়াসহ ৩৩ জন সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। মাদক আইন বিষয়ক আদালতে শুক্রবার (০৫ মার্চ) চার্জশিট জমা করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

সেখানে রিয়া চক্রবর্তী-সহ আরও ৩৩ জনের নাম রয়েছে। সেই সঙ্গে ২০০ জন সাক্ষীর বয়ান লেখা হয়েছে।

১২ হাজারেরও বেশি সংখ্যক পৃষ্ঠার চার্জশিট ফাইল করা হয়েছে। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার পর থেকে তোলপাড় শুরু হয়ে যায় ভারতজুড়ে। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ সে বিষয়ে তদন্ত শুরু করলেও পরে ৩টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সুশান্তের মৃত্যু সংক্রান্ত অনুসন্ধানের দায়ভার তুলে দেওয়া হয়।

গত আগস্ট মাস থেকে মাদক সংক্রান্ত মামলা শুরু করে এনসিবি। এর জের ধরেই একাধিক বলিউড তারকা এনসিবির নজরে চলে আসেন। দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, অর্জুন রামপালেরও বয়ান রেকর্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।