ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বাধীনতার অর্ধশতাব্দীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
স্বাধীনতার অর্ধশতাব্দীর গান

বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পূর্ণ হতে চলেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণকে ফ্রেমে আটকে রাখার জন্য চারিদিকে চলছে জোরালো আয়োজন।

 

শিল্প-সংস্কৃতির আঙিনায় স্বাধীনতার পঞ্চাশ বছরের রোদ আছড়ে পড়ছে একটু বেশিই। কেননা স্বাধীনতা অর্জনের সঙ্গে সংগীত প্রত্যক্ষভাবে সম্পৃক্ত।  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারগাম সাউন্ড স্টেশনও একটি আয়োজন হাতে নিয়েছে। তারা তৈরি করেছে স্বাধীনতার গান। ‘স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ছয়জন শিল্পী। তারা হলেন- রাজা বশির, হুমায়রা বশির, শাহনাজ রহমান স্বীকৃতি, স্মরণ, ইব্রাহীম খলিল এবং মোমিন বিশ্বাস।

গানটি লিখেছেন এনামুল হক অপু। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা বশির। দেশের গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে এরই মধ্যে।

চলতি সপ্তাহে গানটি সারগাম সাউন্ড স্টেশন থেকে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।