ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বৃদ্ধ রূপে চমকে দিলেন বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
বৃদ্ধ রূপে চমকে দিলেন বলিউড অভিনেতা বলিউড অভিনেতার এ কী দশা!

বৃদ্ধ হলে কেমন দেখতে হবেন ‘সঞ্জু’খ্যাত বলিউড তারকা? কথাটি শুনে অবাক হলেও এমনটাই কাজ করেছেন অভিনেতা নিজেই। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজের বৃদ্ধ রূপের ইঙ্গিত দিয়ে অনুরাগীদের তাক লাগিয়েছেন রণবীর কাপুর।

সম্প্রতি রণবীরের শেয়ার করা ছবিতে দেখা যায়, ফাঁকা মাথায় এলোমেলো সামান্য সাদা চুল। মুখে না কামানো পাকা দাড়ি-গোঁফ। কপালে বলিরেখা স্পষ্ট।

রণবীরের ইনস্টাগ্রামের প্রথম ছবি দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। তাই ভুল ভাঙাতে তিনি পরপর আরও ৩টি ছবি শেয়ার করেছেন। মেকআপের ছোঁয়ায় কীভাবে তিনি যুবক থেকে ধাপে ধাপে বৃদ্ধ হয়েছেন, স্পষ্ট সেখানে।

জানা যায়, এক নারী মেকআপ আর্টিস্ট রণবীরের এই চেহারার রূপান্তর ঘটিয়েছেন।

হঠাৎ বুড়ো হওয়ারই বা সাধ জাগলো কেন তার? ক্যাপশন বলছে, একটি প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থা তার এই চেহারাই দাবি করছে। তাই মাথার কালো চুল ঢেকে, নকল সাদা চুল, দাড়ি-গোঁফ লাগিয়ে অসময়েই ‘বুড়ো’ সাজলেন রণবীর।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।