ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে লুইপার ‘রঙ্গিলা হাওয়ায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
আসছে লুইপার ‘রঙ্গিলা হাওয়ায়’ ‘রঙ্গিলা হাওয়ায়’র টিম

নতুন গান নিয়ে আসছেন ‘জেন্টেলম্যান’খ্যাত কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। ‘রঙ্গিলা হাওয়ায়’ শিরোনামের রোমান্টিক গানটি লিখেছেন এ মিজান, সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কপোরেশনে (বিএফডিসি) গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিওতে গায়িকা লুইপার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক জিয়াউর রোশন। কোরিওগ্রাফি করেছেন হৃদি শেখ। নির্দেশনা দিয়েছেন তানভীর আহমেদ।  

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, সবসময়ই চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই ধারাবাহিকতায় এবার চমৎকার একটি রোমান্টিক গান গাইলাম। ভিডিওতে আমার পছন্দের অভিনেতা রোশানকে রেখেছি। আশাকরি কাজটি সবার পছন্দ হবে।

গীতিকবি এ মিজান বলেন, যেহেতু রোমান্টিক গান, তাই ‘রঙ্গিলা হাওয়ায়’লেখার বেশ এনজয় করেছি। লুইপার কণ্ঠে এবং ইমন ভাইয়ের আয়োজনে দারুণ একটা গান হয়েছে। আমার বিশ্বাস গান-ভিডিও সবাই বেশ পছন্দ করবেন।

জানা যায়, আগামী ৩১ মার্চ নিজের ইউটিউব চ্যানেলে ‘রঙ্গিলা হাওয়ায়’র গান-ভিডিওটি প্রকাশ করবেন লুইপা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।