ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিউইয়র্কে চালু প্রিয়াঙ্কার রেস্তোরাঁ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ৮, ২০২১
নিউইয়র্কে চালু প্রিয়াঙ্কার রেস্তোরাঁ

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ের পর বেশিরভাগ সময়ে যুক্তরাষ্ট্রেই থাকেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কেবল শুটিং থাকলে দেশে ফেরেন তিনি।

 

ইদানীং ‘ম্যাট্রিক্স ৪’ সিনেমার শুটিংয়ের জন্য বিদেশেই থাকতে হয়েছে বেশি।  

সম্প্রতি টুইটারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, নিউইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ খুলেছেন তিনি। রেস্তোরার নাম দিলেন ‘সোনা’। ২০১৯ সালের কিছু ছবিও পোস্ট করলেন তারই সঙ্গে। পুরনো সেই ছবিতে দেখা গেছে, নিক ও প্রিয়াঙ্কা পূজা করছেন সেখানে। শনিবার সেই জায়গাতেই উদ্বোধন হলো ‘সোনা’র।

প্রিয়াঙ্কার ক্যাপশনে জানা গেল, ভারতের মতোই বৈচিত্র্যপূর্ণ হবে তাদের মেনু। অভিনেত্রী লিখেছেন, ‘দেশের প্রতি ভালোবাসা জানিয়েছি এই রেস্তোরাঁর মধ্য দিয়ে। যে আস্বাদ পেতে পেতে বড় হয়েছি, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রয়াস’।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।