ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইসলামকে ভালোবেসে অভিনয় ছেড়েছিলেন শাহিন আলম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
ইসলামকে ভালোবেসে অভিনয় ছেড়েছিলেন শাহিন আলম

না ফেরার দেশে চলে গেছেন নব্বই দশকের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহিন আলম। সোমবার (৮ মার্চ) পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

 

এক সময়ে চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করতেন শাহিন আলম। কিন্তু মৃত্যুর দীর্ঘদিন আগেই অভিনয়কে বিদায় জানিয়ে শুরু করেছিলেন নিজের ব্যবসা। মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর সিনেমায় ফিরতে দেখা যায়নি।  

এতো জনপ্রিয়তা এবং কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও কেন শাহিন আলম অভিনয় ছেড়েছিলেন? এমন প্রশ্ন ছিল অনেকের মনে।

মৃত্যু বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শাহিন আলম জানান, ইসলামকে ভালোবেসে তিনি অভিনয় জীবনের ইতি টেনেছিলেন। শুরু করেছিলেন কাপড়ের ব্যবসা।

সাক্ষাৎকারে শাহিন আলম বলেছিলেন, ‘আমি তো মুসলমান। পরকালে বিশ্বাসী। আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে। তখন কী জবাব দেব? একটা মানুষ কত দিন বাঁচে? ধরুন খুব বেশি হলে ১০০ বছর। এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে। তাই আমি বলব, আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে। এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছি। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। ’

সোমবার (৮ মার্চ) রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাত ১০টা ০৫ মিনিটে শাহিন আলম মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা আক্রান্তও হয়েছিলেন তিনি। মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানী কবরস্থানে বড় ভাইয়ের কবরের তাকে সমাহিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
জেআইএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।