ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কার উদ্দেশ্যে ‘স্টিল আই বিলিভ ইন ইউ’ লিখলেন তাহসান?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
কার উদ্দেশ্যে ‘স্টিল আই বিলিভ ইন ইউ’ লিখলেন তাহসান?

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান সামাজিক মাধ্যমে নানা সময়ে ব্যক্তিগত ও কাজের আপডেট দিয়ে থাকেন। তার অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে প্রায় ৮৫ লাখ ভক্ত-অনুরাগী তাকে নিয়মিত অনুসরণ করেন।

সেই পেজ থেকে মঙ্গলবার (৯ মার্চ) রাতে একটি স্ট্যাটাস দিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন এই তারকা। মাত্র পাঁচ শব্দে তাহসান লেখেন- ‘স্টিল আই বিলিভ ইন ইউ’, অর্থাৎ এখনো তোমার প্রতি আমার বিশ্বাস আছে!

এই স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। মাত্র দুই ঘণ্টার প্রায় লাখের কাছাকাছি মানুষ এতে রিয়েকশন দিয়েছেন আর ১২ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে এবং দুই হাজারেরও বেশি শেয়ার হয়েছে। তাহসান স্ট্যাটাসটি কেনো লিখেছেন সেটারই উত্তর খুঁজছেন সবাই।

স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, এটা তাহসানের নতুন গানের কথা, আবার কেউ কেউ মনে করছেন, তাহসান তার সাবেক স্ত্রী মিথিলাকে উদ্দেশ্য করে কথাটি লিখেছেন! আবার অনেকে লিখেছেন- দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স ইভ্যালির স্লোগান ‘বিলিভ ইন ইউ’কে প্রচার করছেন ‘যদি একদিন’খ্যাত এই অভিনেতা।

বিষয়টি নিয়ে ইভ্যালির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে জানা যায়, প্রতিষ্ঠানটি আগামীকাল একটি প্রেস মিটের আয়োজন করেছে, সেখান থেকে হয়তো কোনো ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
জেআইএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।