ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানচিত্রে তারান্নুমের ‘নিয়তি’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
গানচিত্রে তারান্নুমের ‘নিয়তি’ 

নতুন গানচিত্র নিয়ে এলেন প্রবাসী কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন। ‘নিয়তি’ শিরোনামের গানচিত্রটি প্রকাশ পেয়েছে ইউটিউবে।

প্রযোজনা প্রতিষ্ঠান ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে এই গানচিত্রে জুটিবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ইমতু রাতিশ ও অলঙ্কার চৌধুরী। প্রসেনজিৎ মণ্ডলের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রোহান রাজ। আর গল্পনির্ভর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।  

গানটি প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, কাজ আর পরিবারের বাইরে যতটুকু সময় পাই চেষ্টা করি নতুন গান করার। আসলে দেশের প্রতি, বাংলা গানের প্রতি আমার অকৃত্রিম টান। আমার আশপাশের মানুষ ও শ্রোতাদের সাড়াও আমাকে ঋণী করেছে।

তিনি আরও জানান, নিয়তি ছাড়াও তার আরও বেশ কিছু নতুন অডিও এবং গানচিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগির সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ পাবে।

ফাইবার গবেষক বিজ্ঞানী হিসেবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পরিচিত মুখ তারান্নুম আফরীন। তবে সব পরিচয় ছাপিয়ে তিনি পুরোদস্তুর একজন সংগীতশিল্পী।

 

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।