ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মোশাররফ করিমের নতুন ধারাবাহিক ‘প্রিয়জন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
মোশাররফ করিমের নতুন ধারাবাহিক ‘প্রিয়জন’ ‘প্রিয়জন’র দৃশ্যে মোশাররফ করিম

নতুন ধারাবাহিক নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম। মামুন অর রশিদ রচিত ও শামীম জামান পরিচালিত নাটকটির নাম ‘প্রিয়জন’।

মোশাররফ করিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন- আ.খ.ম হাসান, সালহা খানম নাদিয়া, শামীম জামান, জয়রাজ, জামিল হোসেন, তারিক স্বপন, হিমি, রোবেনা রেজা জুঁই, চিত্রলেখা গুহ, শিল্পী সরকার অপু, সাবেরী আলম, মাছুম বাশার, সঞ্চিতা দত্ত, তারিক আনাম খান প্রমুখ।  

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, নতুন এ ধারাবাহিকটির গল্প এক কথায় চমৎকার। একই বাড়িতে, পাড়ায় বা মহল্লায়-আমরা যারা একসঙ্গে পাশাপাশি বসবাস করি, তাদের আনন্দ-বেদনার কাব্যই হচ্ছে ‘প্রিয়জন’। নাটকটি দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।  

শামীম জামান বলেন, এর আগে মোশাররফ করিমকে নিয়ে অনেকগুলো ধারাবাহিক নির্মাণ করেছি। সবগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছিল। গল্পের ভিন্নতার কারণে ‘প্রিয়জন’ ধারাবাহিকটি নিয়েও আমি খুব আশাবাদী।

আগামী সোমবার (১৫ মার্চ) থেকে মাছরাঙা টেলিভিশনে ‘প্রিয়জন’ ধারাবাহিকটি প্রচার হবে। সপ্তাহের প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৮টায় নাকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।