ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৃতীয়বার বায়োপিকে জুটি বাঁধলেন সিয়াম-পরীমনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
তৃতীয়বার বায়োপিকে জুটি বাঁধলেন সিয়াম-পরীমনি সিয়াম আহমেদ ও পরীমনি

তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাদের দেখা যাবে নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘বায়োপিক’ সিনেমায়।

 

রোববার (১৪ মার্চ) বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমাটির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন পরীমনি ও সিয়াম।  

সিনেমাটি নিয়ে পরীমনি জানান, বেঙ্গল মাল্টিমিডিয়া বড় প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের পরিকল্পনা আমার দারুণ লেগেছে। ‘বায়োপিক’ ছবির গল্পও ভীষণ ভালো। আর যে চরিত্রটি আমাকে মুগ্ধ করেছে তা নিয়ে এখন কিছু বলবো না। দর্শক সিনেমা হলে এসে সেটি দেখবে।

এর আগে, পরীমনি ও সিয়াম এক সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বিশ্ব সুন্দরী’ ও ‘দ্যা আডভেঞ্জার অফ সুন্দরবন’ সিনেমায়। যার মধ্যে মুক্তি পেয়েছে ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি। এই সিনেমা মুক্তির পর বেশ আলোচনায় এসেছে। গত বছরের শেষে মুক্তি পাওয়া সিনেমাটি এখনও চলছে বড় পর্দায়। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই তৃতীয়বারের মতো জুটি বাঁধলেন তারা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।