ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিস ইউনিভার্স বাংলাদেশ হতে প্রস্তুত ১০ সুন্দরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
মিস ইউনিভার্স বাংলাদেশ হতে প্রস্তুত ১০ সুন্দরী মিস ইউনিভার্স বাংলাদেশের সেরা ১০ প্রতিযোগী

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর মুকুট মাথায় তুলতে প্রস্তুত প্রতিযোগিতাটির সেরা ১০ সুন্দরী। হাজারো প্রতিযোগীদের পেছনে ফেলে তারা পৌঁছেছেন চূড়ান্ত পর্বে।

কঠোর অনুশীলনের মাধ্যমে সেরার মুকুট অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করে তুলেছেন তারা।

সেরা দশ প্রতিযোগীরা এক সাক্ষাৎ ও অভিবাদন পর্বে নিজেদের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। মিস ইউনিভার্স বাংলাদেশ এবং মিস ইউনিভার্স হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই।  

মিস ইউনিভার্স বাংলাদেশের প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম, স্পন্সর এবং আয়োজকদের এই পর্ব অনুষ্ঠিত হয় রোববার (১৪ মার্চ) একটি পাঁচ তারকা হোটেলে।

সেরা দশের সঙ্গে পরিচয় পর্ব, কথাবার্তা ও আলোচনার মাধ্যমে তাদের বিভিন্ন বিষয় উঠে আসে এই আয়োজনে। প্রতিযোগীরা নতুন অভিজ্ঞতা, গ্র্যান্ড ফিনালে নিয়ে তাদের আশা, ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের পরিবার, পড়ালেখা সবকিছু নিয়েই কথা বলেন।  

প্রতিযোগিতার শুরু থেকে বিভিন্ন পর্যায়ে তাদের পথচলার গল্প বড় স্ক্রিনে একসঙ্গে বসে উপভোগ করেন সবাই। কঠিন নিয়মানুবর্তিতার বাইরে এসে এই ব্যতিক্রমধর্মী আয়োজনে প্রতিযোগীদের ভীষণ উৎফুল্ল করেছে বলে মনে করেন আয়োজকরা।

মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরবেন এই প্রতিযোগীরা। মিস ইউনিভার্স বাংলাদেশ-এর এই আয়োজন নারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের সোচ্চার হতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী।

নির্বাচিত সেরা ১০ প্রতিযোগী হলেন- অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা।  

পড়াশোনা, শখ, শিক্ষা সবকিছু ভিন্ন হলেও তাদের সবারই লক্ষ্য এক - নিজেকে সামনে এগিয়ে নিয়ে মুকুট জয় করে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা। সেরা এই ১০ প্রতিযোগী লড়বেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’র মুকুটের জন্য।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।