ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাবাডি ফেডারেশনের কমিটিতে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
কাবাডি ফেডারেশনের কমিটিতে অপু বিশ্বাস অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের বাইরেও নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর আগে তাকে সমাজসেবামূলক কাজ করতে বহুবার দেখা গেছে।

এবার জানা গেল জনপ্রিয় এই অভিনেত্রীর ক্রীড়াপ্রীতির কথা।  

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস। মূলত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবেই ফেডারেশনটির সদস্য হয়েছেন ‘রাজনীতি’খ্যাত এই তারকা।  

জানা যায়, ৯ বছর পর কাবাডি ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছিল। তবে কার্যনির্বাহী কমিটির কোনো পদেই একাধিক নাম জমা না পড়ায় নির্বাচনের কোনো প্রয়োজন হয়নি।  নিয়ম অনুযায়ী ফেডারেশনের কাউন্সিলর না হলে কেউ ভোটার হতে পারে না। আর ভোটার না হলে নির্বাচনে দাঁড়ানো যায় না। কাবাডির ২৫ সদস্যের কমিটিতে একমাত্র অপু বিশ্বাসই নারী।

বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন স্টেজ শো ও বিজ্ঞাপনের কাজে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। তার অভিনীত ‘প্রিয় কমলা’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৯ মার্চ। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সিনেমাটিতে অপুর নায়ক বাপ্পি চৌধুরী। একই নায়কের সঙ্গে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’তে অভিনয় করেছেন এই নায়িকা। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।