ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেন্সর সনদ পেল অনন্য মামুন নির্মিত সিনেমা ‘কসাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
সেন্সর সনদ পেল অনন্য মামুন নির্মিত সিনেমা ‘কসাই’ ‘কসাই’ সিনেমার পোস্টার

আলোচিত নির্মাতা অনন্য মামুন নির্মিত চলচ্চিত্র ‘কসাই’ সেন্সর সনদ পেয়েছে। ১০ মার্চ সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর মঙ্গলবার সেন্সর সনদ পেয়েছে সিনেমাটি।

 

বিষয়টি নিশ্চিত করে অনন্য মামুন জানান, অনেকগুলো খারাপ সংবাদের মধ্যে আমার জন্য এটি একটি সুসংবাদ। সেন্সর বোর্ডের প্রতিটি সদস্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করব। আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কসাই’ তারপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে এটি।

‘কসাই’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব, এলিনা শাম্মী, কাজী নওশাবা, প্রিয়মনি, রাশেদ মামুন অপু সহ আরো অনেকে। তাদের সঙ্গে অভিনয় করেছেন রূপান্তরিত নারী তাসনুভা আনান শিশির। ‘শিশির’ চরিত্রে দেখা যাবে তাকে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।