ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম না করতে নীনা গুপ্তার পরামর্শ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম না করতে নীনা গুপ্তার পরামর্শ প্রেমিক ও কন্যার বাবা ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে নীনা গুপ্তা

আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। একজন বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে নিজের জীবনে যে কতটা ভুগেছেন তা থেকেই নতুন প্রজন্মকে পরামর্শ দিয়েছেন ‘বাধাই হো’ অভিনেত্রী।

 

বলিউডে ‘বাধাই হো’ সিনেমার সুবাদে নীনা গুপ্তা নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। এই অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন করে তারকাখ্যাতি ধরা দিয়েছে।

৬১ বছর বয়সী এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু তাই নয়, ভিভ রিচার্ডসের সন্তানের (মাসাবা গুপ্তা) মাও হয়েছিলেন নীনা। যদিও ভিভ রিচার্ডস কোনওদিন নিজের স্ত্রী মারিয়মের সঙ্গে বিয়ে ভেঙে নীনাকে বিয়ে করেননি।

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সবসময়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন খুলে কথা বলেন অভিনেত্রী। তার জীবন অনেকখানি খোলা বইয়ের পাতার মতো। বিয়ে না করেই মা হওয়ার কারণে সমাজের নিন্দা কুড়িয়েছেন, বলিউডও একটা সময় তাকে একঘরে করেছিল। তবে সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনকে নিজের মতো করে বাঁচবার সিদ্ধান্ত নিয়েছেন নীনা।

তিনি অনুরাগীদের উদ্দেশে একটা বড় উপদেশ দিয়ে বলেছেন, বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করো না। আমি এর ফল ভুগছি। অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। মেয়ে মসাবাকে একাই বড় করতে হয়েছে।  

২ মিনিট ৪ সেকেন্ডের এক ভিডিওতে নীনা গুপ্তা বলেন, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পর প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও কেমনভাবে সেই সম্পর্ক ভেঙে যায় যখন সেই পুরুষটি তার স্ত্রীকে ডিভোর্স দিতে রাজি হয় না।

তিনি বলেন, সে বলবে তার স্ত্রীকে সে পছন্দ করে না। অনেকদিন ধরে তাদের একসঙ্গে পথ চলতে সমস্যা হচ্ছে। এরপর তুমি তার প্রেমে পড়বে। সে কিন্তু বিবাহিত পুরুষ। তারপর তুমি বলবে, ‘তোমরা আলাদা হচ্ছ না কেন? সে বলবে, আমাদের সন্তান রয়েছে, তাই আমি ডিভোর্স চাই না, দেখা যাক কী হয়!’ 

নীনা বলেন, এরপর তোমরা লুকিয়ে লুকিয়ে দেখা করা শুরু করবে। সে (স্ত্রীকে) মিথ্যা বলে তোমার সঙ্গে ছুটি কাটাতে যাবে। ধীরে ধীরে বিষয়টা জটিল হয়ে যাবে। এরপর তুমি তার সঙ্গে রাত কাটাতে চাইবে, তোমরা হোটেলে যাবে তারপর তোমরা আরও রাত একসঙ্গে কাটাতে চাইবে এবং শেষমেষ তুমি বিয়ে করতে চাইবে। কিন্তু সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে রাজি হবে না।  

‘সে বলবে অপেক্ষা কর বিষয়টা সহজ নয়, সম্পত্তি রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টস রয়েছে। তারপর তুমি মেজাজ হারাবে, অবসাদে ভুগবে, বুঝতে পারবে না কী করবে? শেষমেষ তুমি তার থেকে দূরে সরে আসতে চাইবে। কারণ, তোমার জীবনে অত সমস্যা তুমি সামলাতে পারবে না। তারপর কী করবে?’

সুতরাং জীবনে সুখী হতে হলে বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করা বা তাকে বিয়ে করে সুখী হওয়ার স্বপ্ন যারা দেখেন, তাদেরকে কঠোরভাবে হুশিয়ার করে দিলেন অভিনেত্রী নীনা গুপ্তা। নিজের জীবনের কঠিন শিক্ষাই তাকে এ পরামর্শ দিতে উদ্বুদ্ধ করলো।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।