ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্লেড দিয়ে মিলার হাতে আঘাত করলো ছিনতাইকারী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
ব্লেড দিয়ে মিলার হাতে আঘাত করলো ছিনতাইকারী পপস্টার মিলা

জীবনে প্রথমবারের মতো ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হলেন পপস্টার মিলা। ছিনতাইকারীর কবলে পড়েছেন তিনি।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিজেই জানিয়েছেন মিলা। ছিনতাইকারীরা ব্লেড দিয়ে তার হাতে আঘাত করেছে বলেও উল্লেখ করেন তিনি। গত বৃহস্পতিবারের (১৮ মার্চ) ঘটনা এটি।

ফেসবুকে মিলা লেখেন, ‘জীবনে প্রথম ছিনতাইকারীর কবলে পড়লাম! আর্মি স্টেডিয়ামের সামনে থেমে থাকা জ্যাম। ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেল! মন থেকে যাচ্ছে না ঘটনাটি। ।

এ প্রসঙ্গে মিলা গণমাধ্যমকে বলেন, আমি ঠিক আছি। কব্জি ফুলে গিয়েছে, কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ।  ত‌বে থানায় কোনো অভিযোগ করা হয়নি। বাসায় ফি‌রে স‌ঙ্গে স‌ঙ্গে সিম‌টি বন্ধ ক‌রে দিয়েছি। ছিনতাইকারীর আঘাতে হা‌তে অনেকটুকু ক্ষত তৈরি হ‌য়ে‌ছে। ত‌বে গুরুতর কিছু না।

লাইফ এ প্রথম ছিনতাইকারির কবলে পরলাম! আর্মি স্টেডিয়াম এর সামনে থেমে থাকা জ্যাম !! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো...

Posted by MiLa on Thursday, March 18, 2021

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।