ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘লাইফ অব পাই’ তারকার আরেক কিস্তি ‘দ্য ইল্লিগ্যাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
‘লাইফ অব পাই’ তারকার আরেক কিস্তি ‘দ্য ইল্লিগ্যাল’ ‘ইল্লিগ্যাল’ সিনেমার দৃশ্যে সুরাজ শর্মা

‘লাইফ অব পাই’ সিনেমায় অভিষেক করেই সমালোচকদের দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা সুরাজ শর্মা। এবার একজন উচ্চাভিলাষী অভিবাসীর জীবনে পরতে পরতে সংগ্রাম আর তিক্ত অভিজ্ঞতার চিত্র রূপায়ন করলেন সুরাজ।

 

২০১৯ সালে অস্টিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল ‘দ্য ইল্লিগ্যাল’। দারুণ প্রশংসিত হয় সিনেমাটি। এমনকি সেরা ছবি হিসেবে অস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছিল। যদিও চূড়ান্ত মনোনয়ন জোটেনি। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।  

দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে ফিল্মমেকিং বিষয়ে পড়াশুনা করতে একটি বিখ্যাত কলেজে ভর্তি হয় এক যুবক। দেশে তোর বোন তাকে সর্বাধিক প্রেরণা দেয়, বিশ্বাস করে তার ভাই সত্যিই অসম্ভবকে সম্ভব করবে। কিন্তু যে আত্মীয়ের বাড়িতে যুবকটি থাকে সারা তেমন দৃষ্টিভঙ্গি পোষণ করে না। এক বিদেশিনীর সঙ্গে সখ্যতাও হয় তার। এরপর একের পর এক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায় তার সংগ্রামী জীবন।

সিনেমাটি নির্মাণ করেছেন দানিশ রেনজু। সুরাজ শর্মার সঙ্গে আরও অভিনয় করেছেন আদিল হুসাইন, শ্বেতা ত্রিপাঠী প্রমুখ। মার্চের ২৩ তারিখ থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে সিনেমাটি।  

অস্কারবিজয়ী নির্মাতা অ্যাং লি’র বিখ্যাত ‘লাইফ অব পাই’ সিনেমার মধ্য দিয়ে হলিউডে সাড়া জাগিয়েছিলেন সুরাজ। এরপর মিলিয়ন ডলার আর্ম, ফিল্লাউরি, দ্য হাংগ্রি, হ্যাপি ডেথ টু ইউ, কিলারম্যান সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ‘হোমল্যান্ড’ সিরিজ এবং অ্যাপল টিভির ‘লিটল আমেরিকা’ সিরিজেও অভিনয় করেছেন সুরাজ।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।