ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেহতাজের বিপরীতে জুনায়েদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
শেহতাজের বিপরীতে জুনায়েদ

অপূর্ব সুন্দরী মুনিয়া বাবার প্রাইভেট ফার্মের নির্বাহী পরিচালক। তাদের বাসার একটি ফ্ল্যাটে সাবলেট থাকেন রাহাত! রাহাত পাড়ায় ইন্টারনেট কানেকশনের ব্যবসা করেন এবং তার অনলাইনে শহরে-গ্রামের পণ্য আনা-নেওয়ার ব্যবসাও রয়েছে।

 

রাহাত টিউশানিও করান এসব কাজের ফাঁকে! মুনিয়ার ছোট বোন মিমিকে পড়াতে গিয়ে রাহাতের পরিচয় তার সঙ্গে। দিনে দিনে মুনিয়া জানতে পারেন রাহাতের সংগ্রামী জীবনের নানা কথা। মুনিয়া চাইলেও রাহাত তাকে ভালোবাসতে পারেন না, প্রচলিত এই সামাজিক বাধার কারণে। তবুও মুনিয়া সব সামাজিকতা উপেক্ষা করে সাদা মনের মানুষ রাহাতের সঙ্গেই বাকিটা জীবন কাটানোর স্বপ্ন দেখেন।  

এমনই গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ভালোবাসা তবুও’। আহমেদ তাকীরের রচনায় এটি পরিচালনা করেছেন সরদার রোকন।  

নাটকটিতে অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিপরীতে দেখা যাবে অভিনেতা জুনায়েদকে। এতে আরও অভিনয় করেছেন-  লুৎফর রহমান জর্জ, বর্ষা প্রমুখ।

বুধবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৫ মিনিটে ‘ভালোবাসা তবুও’ নাকটি প্রচার হবে চ্যানেল আইয়ের পর্দায়।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।