ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৩ বছর পর একসঙ্গে বিপাশা-রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
১৩ বছর পর একসঙ্গে বিপাশা-রণবীর বিপাশা ও রণবীর

২০০৮ সালে একসঙ্গে সিনেমায় কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন তারা। কিন্তু এরপর আর তাদের রসায়ন দেখা যায়নি পর্দায়।

দীর্ঘ ১৩ বছর পর আবারও জুটি বাঁধলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী বিপাশা বসু।

তবে কোনো সিনেমা নয়, একটি বিজ্ঞাপনের সুবাদে তারা দু’জন এক হয়েছেন। সম্প্রতি একসঙ্গে তারা শুটিংয়েও অংশ নিয়েছেন।  

শুটিংয়ে বিপাশা ও রণবীর একসঙ্গে সেলফিবন্দি হয়েছেন। যা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। তাদের দু’জনকে প্রাণবন্তর দেখাচ্ছে।

২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন রণবীর কাপুর ও বিপাশা বসু। সেসময় তাদের  প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সে প্রেমের কথা আর বেশিদিন শোনা যায়। এরপরে আর কখনও একসঙ্গে দেখা যায়নি দু 'জনকে।  

বিপাশার এর আগে ‘হেরা ফেরি’, ‘ধুম ২’, ‘জিসম’, ‘রাজ’র মতো সফল সিনেমায় অভিনয় করেছেন। বিয়ের পর স্বামী করণের সঙ্গে তিনি ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায়‌ অভিনয় করতে দেখা যায়। এরই মধ্যে ওয়েব সিরিজেও অভিষেক ঘটেছে। রণবীর অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভাট।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।