ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নারায়ণগঞ্জে শাকিব খানকে দেখতে উৎসুক মানুষের ঢল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
নারায়ণগঞ্জে শাকিব খানকে দেখতে উৎসুক মানুষের ঢল ভক্তদের অভিবাদনে সাড়া দিচ্ছেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা দেশের আনাচে কানাচে। আউটডোর শুটিং কিংবা কোনো অনুষ্ঠানে ‘কিং খান’ যোগ দিলেই তা দারুণভাবে বোঝা যায়।

চলতি মার্চের শুরু থেকে পাবনায় 'অন্তরাত্মা' সিনেমার শুটিং করছেন শাকিব খান। সেখানেও একই অবস্থা। ওই সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, শুধু পাবনা নয় পার্শ্ববর্তী জেলা নাটোর, কুষ্টিয়া থেকেও প্রতিদিন দলে দলে মানুষ শাকিব খানকে সচোখে দেখতে আসছেন। উৎসুক জনতার ভিড়ে অনেকসময় শুটিংয়ে বেগ পোহাতে হচ্ছে!

আউটডোরে শুটিং করলে স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া মানুষের ভিড় সামলে শাকিবকে নিয়ে শুটিং করা সম্ভব হয়না বলে জানান 'ক্যাপ্টেন খান' সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন।

শনিবার একই অবস্থা দেখা গেল নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত দেশসেরা চিত্রতারকা শাকিব খান। তাকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমায়। শাকিব খান সেখানে দুপুর উপস্থিত হলেও সকাল থেকে ঢল নামে মানুষের। ওই এলাকায় আগেই রটে যায় শাকিবের আসার খবর। কর্তৃপক্ষ জানায়, প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বিকেলে শাকিব মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আয়োজনটি পূর্ণতা পায়। হাজার হাজার দর্শক তাকে 'নাম্বার ওয়ান শাকিব খান', 'কিং খান' বলে স্বাগত জানান। এরপর শাকিব তার শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃজিনশীল কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা, সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজের অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন শাকিব খান।  

মঞ্চে উঠে এক ফাঁকে দর্শকদের অনুরোধে শাকিব খান তার জনপ্রিয় সিনেমার একটি গানের দুলাইন গেয়ে শোনান। রুহানী সালসাবিলের উপস্থাপনায় শাকিব ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীর, পড়শি, লুইফাসহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন।  

এ অনুষ্ঠানে হাজির হতে শুক্রবার সন্ধ্যায় পাবনা থেকে ঢাকায় এসেছিলেন শাকিব খান। রোববার সকালে এ নায়ক আবার ফিরে গেছেন পাবনা। সেখানে মার্চ মাসজুড়ে শুটিং করবেন আসন্ন ঈদের সিনেমা 'অন্তরাত্মা'। সিনেমাটি শেষ করে এপ্রিলের শুরু থেকে নতুন পরিসরে আবার শুরু করবেন সুপরিচিত নাট্যনির্মাতা তপু খানের পরিচালনায় আরটিভির প্রযোজনায় নতুন সিনেমা 'লিডার আমিই বাংলাদেশ'। জানা যায়, এর মধ্যেই সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ করে ফেলেছেন পরিচালক।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।