ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত সতীশ কৌশিক, হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
করোনা আক্রান্ত সতীশ কৌশিক, হাসপাতালে ভর্তি সতীশ কৌশিক

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক হাসপাতালে ভর্তি। তিনি মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত।

শারীরিক অবস্থা খারাপ দিকে যাওয়ায় তাকে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার (১৭ মার্চ) করোনা আক্রান্ত হন সতীশ কৌশিক। এরপর থেকে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। করোনা আক্রান্ত হাওয়ার খবর নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও করোনা টেস্ট করানোর অনুরোধ জানান তিনি।

সতীশের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সতীশজি করোনার টিকা নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এর মধ্যেই তিনি আক্রান্ত হয়ে গেলেন। হঠাৎ তার শরীর দুর্বল হলে পড়লে করোনা টেস্ট করান এবং রিপোর্ট পজিটিভ আসে। দুই দিন তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু সঠিক চিকিৎসা পাওয়ার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশে থাকার জন্য তিনি তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন। ’

মার্চ মাসে নতুন করে একের পর এক বলিউড তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। রণবীর কাপুর, মনোজ বাজপেয়ী, সঞ্জয়লীলা বানসালি, রণবীর সোওরি ও আশীষ বিদ্যার্থী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।