ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘থ্রি ইডিয়টস’র দুই ‘ইডিয়টস’ করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
‘থ্রি ইডিয়টস’র দুই ‘ইডিয়টস’ করোনা আক্রান্ত আমির খান ও আর মাধবন

বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’র কেন্দ্রীয় তিন চরিত্রের অভিনেতা আমির খান, আর মাধবন ও শারমান জোশি। তাদের তিনজনের মধ্যে শারমান জোশি ছাড়া বাকি দুইজনই মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৪ মার্চ) আমির খান করোনা ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশ পায়। এর একদিন পর মাধবন জানালেন তিনিও আক্রান্ত।  

‘থ্রি ইডিয়টস’ ছাড়াও ‘রং দে বাসন্তি’, ‘গুরু’, ‘তনু ওয়েডস মনু’র মতো ব্যবসাসফল সিনেমার অভিনেতা তিনি।  

‘থ্রি ইডিয়টস’-এর চরিত্রের নাম উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ফারহান (মাধবন) সবসময় র‍্যানচোকে (আমির খান) অনুসরণ করতো এবং ভাইরাস (বোমান ইরানী) সবসময় আমাদের পেছনে ছিল, কিন্তু এবার সে আমাদের ধরে ফেললো। ’ 

‘থ্রি ইডিয়টস’-এর জনপ্রিয় সংলাপ উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘সবকিছু ঠিক আছে (অল ইজ ওয়েল) এবং 
কোভিড দ্রুত ভালো হয়ে যাবে। তবে আমাদের সঙ্গে রাজুকে (শারমান জোশি) চাই না। ধন্যবাদ সবাইকে, আমি সুস্থ হয়ে উঠছি।

মাধবনকে সর্বশেষ তেলেগু ‘মারা’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এটি চলতি বছরের শুরুতে অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। এছাড়া তিনি আসন্ন ‘রকেট্রি’ সিনেমায় বিজ্ঞানী নাম্বি নারায়ণের চরিত্রে অভিনয় করছেন। অভিনেতা ছাড়াও লেখক, পরিচালক ও প্রযোজক হিসেবেও মাধবন পরিচিত।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।