ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিনেমায় ফিরতে ১০০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
সিনেমায় ফিরতে ১০০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ খান শাহরুখ খান

২০১৮ সালে‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর দীর্ঘ বিরতি নিয়ে আবারও সিনেমায় ফিরেছেন বলিউড কিং শাহরুখ খান। তবে তার ফিরতি সিনেমাতেই পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০০ কোটি রুপি, যা আনুষ্ঠানিকভাবে বলিউডের সর্বোচ্চ সম্মানী হিসেবে রেকর্ড।

 

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক উমায়ের সাধুঁ টুইটারে একই খবর প্রকাশ করেছেন। মনে হচ্ছে, এ ক্ষেত্রে সালমান খান, আমির খান, অক্ষয় কুমারকেও ছাড়িয়ে গেলেন শাহরুখ খান।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা হবে ‘পাঠান। গত বছরের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ। ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। অবশ্য ‘পাঠান’ প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ নিয়ে শাহরুখ খানও মুখ খোলেননি।

এই সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সিনেমাতে অভিনয় করবেন সালমান খানও। তার চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।