ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবার মা হলেন এমা স্টোন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
প্রথমবার মা হলেন এমা স্টোন এমা স্টোন

মাতৃত্বের স্বাদ পেলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন। প্রথমবার মা হয়েছেন তিনি।

গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সন্তানের জন্ম দিলেও খবরটি প্রকাশ পেয়েছে সম্প্রতি।  

মার্কিন সংবাদমাধ্যম এমার মা হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। তবে তিনি ছেলে নাকি মেয়ে জন্ম দিয়েছেন, তা জানানো হয়নি।

গত ফেব্রুয়ারিতে বেবি বাম্পসহ ক্যামেরাবন্দি হয়েছিলেন এমা স্টোন। ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিক ডেভ ম্যাকক্যারি সঙ্গে বাগদান সারেন তিনি। তারা বিয়ে করেন ২০২০ সালে।

জনপ্রিয় স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানের পরিচালক ডেভ ম্যাকক্যারি। ২০১৬ সালে স্টোন যখন এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন, তখন থেকেই তাদের দু’জনের সম্পর্ক গড়ে ওঠে।

ডেভের আগে ‘লা লা ল্যান্ড’খ্যাত এই অভিনেত্রীর সম্পর্ক ছিল অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে। বিয়ে করার প্রস্তুতিও নিয়েছিলেন তারা। কিন্তু প্রায় চার বছর প্রেম করার পর ২০১৫ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।  

এমা স্টোন ড্যামিয়েন শেজেল পরিচালিত ‘লা লা ল্যান্ড’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৯তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।