ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দঙ্গল’কন্যা ফাতিমা করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
‘দঙ্গল’কন্যা ফাতিমা করোনা আক্রান্ত ফাতিমা সানা শেখ

বলিউডে করোনার থাবা বেশ ভালোভাবেই পড়েছে। একে একে করোনা আক্রান্ত হচ্ছেন জনপ্রিয় সব তারকারা।

 

এবার মহামারিতে আক্রান্ত হয়েছেন ‘দঙ্গল’কন্যা ফাতিমা সানা শেখ। সামাজিক মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।

ফাতিমা লেখেন, আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। সকল ধরনের নিয়ম মেনে চিকিৎসা নিচ্ছি। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছি। অনুগ্রহ করে সবাই নিরাপদে থাকুন।

এছাড়া এই অভিনেত্রী সবাইকে তার পাশে থাকার অন্য ধন্যবাদ জানান।

এর আগে জিম করার সময় তোলা একটি ছবি ফাতিমাকে অসুস্থ দেখা যায়। ফাতিমার কিছুদিন আগে তার ‘দঙ্গল’ সহঅভিনেতা আমির খানও করোনা আক্রান্ত হন।

ফাতিমা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘দাস্তানস’। এটি নির্মিত হচ্ছে নেকফ্লিক্সের জন্য। এছাড়া সাম্প্রতিক এই অভিনেত্রীর আরও একটি সিনেমার ঘোষণা করা হয়েছে।

মার্চ মাসে নতুন করে একের পর এক বলিউড তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। রণবীর কাপুর, মনোজ বাজপেয়ী, সঞ্জয়লীলা বানসালি, রণবীর সোওরি, আশীষ বিদ্যার্থী, সতীশ কৌশিক, আমির খান, আর মাধবন, মিলন্দ সোমনের পর এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন সানা।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।