ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌসুমী-ওমর সানীর ঘরে এলো পুত্রবধূ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
মৌসুমী-ওমর সানীর ঘরে এলো পুত্রবধূ

বিয়ে করেছেন ঢালিউডের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদীন এহসান স্বাধীন। সামাজিকমাধ্যমে নববধূর সঙ্গে ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন স্বাধীন নিজেই।

ফেসবুক পোস্টের মাধ্যমে স্বাধীন জানিয়েছেন, তাদের বিয়ে সম্পন্ন হয়েছে ২৬ মার্চ। তার স্ত্রী সাদিয়া রহমান আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মূলত কানাডা প্রবাসী আয়েশা। আয়েশার বাড়ি কুমিল্লায়, তবে পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডাতেই। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় আয়েশার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।

ওমর সানী তার ছেলে বিয়ের খবরটি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি।  

সেসঙ্গে নবদম্পতির জন্য দোয়া চাইলেন ওমর সানী।

 

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।