ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাপান ফেস্টে তাহসান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
জাপান ফেস্টে তাহসান খান জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও সংগীতশিল্পী তাহসান খান

ঢাকাস্থ জাপান দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘জাপান ফেস্ট ২০২১’। এ বছর বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের চোখে দেখা যাবে জাপানকে।

আগামী বুধবার (৩১ মার্চ) ‘জাপান ফেস্ট ২০২১ উইথ তাহসান খান’ অনুষ্ঠানটি প্রচার হবে অনলাইনে। ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে দর্শকরা এই আয়োজন উপভোগ করতে পারবেন।  

এ বছর উৎসবটির জন্য করোন ভাইরাস সচেতনতায় একটি গান তৈরি করেছেন তাহসান খান। জাপানের জনপ্রিয় গায়ক মিয়াযাওয়া কাযুফুমির সঙ্গে যৌথভাবে তিনি এই গানটি করেছেন। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির উপস্থিতিতে গানটি পরিবেশন করতে দেখা যাবে।

বুধবার সন্ধ্যা ৬টায় উৎসবটি দেখা যাবে জাপান দূতাবাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং একই দিন বিকেল সাড়ে ৫টায় আরটিভিতে এটি প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।