ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘চালি চালি’ গানে জয়ললিতা রূপে লাস্যময়ী কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
‘চালি চালি’ গানে জয়ললিতা রূপে লাস্যময়ী কঙ্গনা

তামিল কিংবদন্তি অভিনেত্রী-জননেত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’র প্রথম গান ‘চালি চালি’ প্রকাশ করে আবারও মুগ্ধতা ছড়ালেন কঙ্গনা রনৌত। জয়ললিতার অভিনয় জীবনের বিভিন্ন সিনেমার গানের দৃশ্যে নতুন করে সোনালি যুগের জাদু সৃষ্টি করলেন বলিউডের ‘কুইন’।

 

ইতোমধ্যে ‘থালাইভি’ সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন কঙ্গনা রনৌত। জয়ললিতার অভিনয় জীবন থেকে নানান সংগ্রাম ও উত্থান-পতনের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে ওঠার কাহিনি বড়পর্দায় ফুটিয়ে তুলবেন কঙ্গনা।  

‘চালি চালি’ শিরোনামে ‘থালাইভি’র প্রথম গানে কঙ্গনা রনৌত জয়ললিতার মোহনীয় রূপে ধরা দিয়েছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাইনধবি প্রকাশ এবং গীতিকার ইরশাদ কামিল।  

গানটিতে জয়ললিতার বিভিন্ন সিনেমার লুক ফুটিয়ে তুলেছেন কঙ্গনা। আর তা মুদ্ধতা ছড়াচ্ছে দর্শকের হৃদয়ে।  

জয়ললিতা ১২০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তামিল, তেলুগু, কান্নড়, মালয়ালম ও হিন্দি সিনেমাতেও তার বিচরণ ছিল। এমনকি ইংরেজি সিনেমা ‘এপিস্টল’-এও অভিনয় করেছিলেন এ কিংবদন্তি অভিনেত্রী, যা মুক্তি পেয়েছিল ১৯৬১ সালে।  

কঙ্গনা রনৌতের ৩৪তম জন্মদিনে প্রকাশ পায় ‘থালাইভি’র ট্রেলার। আর তা দর্শক-সমালোচক সবার কাছ থেকেই প্রশংসা কুড়ায়।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।