ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরিচালক সমিতির নতুন সভাপতি সোহান, মহাসচিব শাহীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
পরিচালক সমিতির নতুন সভাপতি সোহান, মহাসচিব শাহীন

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন নির্মাতা সোহানুর রহমান সোহান এবং মহাসচিব হয়েছেন শাহীন সুমন। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ছটকু আহমেদ।

শুক্রবার (২ এপ্রিল) দিনগত রাত পৌনে ৩টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে বিএফডিসিতে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

সমিতির যুগ্ম-মহাসচিব নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা কবিরুল ইসলাম রানা, সাংগঠানিক সম্পাদক রাকিবুল আলম রাকিব, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক শাহীন কবির টুটুল, অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক নোমান রবিন এবং প্রচার-প্রকাশনা ও দফতর সম্পাদক মো. আনোয়ার সিরাজী।

নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে ৪৪ জন প্রার্থী অংশ নেন।  

২০২১-২০২২ সালের মেয়াদের এ নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১। এর মধ্যে ভোট দিয়েছেন ২৮২ নির্মাতা।

বাংলাদেশে সময়: ০৩১৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
জেআইএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।