ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেক কাটার ইচ্ছে ছিল না ডিপজলের, চমকে দিলেন ঘনিষ্ঠরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
কেক কাটার ইচ্ছে ছিল না ডিপজলের, চমকে দিলেন ঘনিষ্ঠরা ডিপজল ও মৌ খান

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জীবনের আরেকটি বসন্ত পার করলেন। মঙ্গলবার (০৬ এপ্রিল) ৬৩ বছরে পদার্পণ করলেন তিনি।

 

বিশেষ এই দিনটিতে কেক কাটার ইচ্ছে ছিল না ডিপজলের। কিন্তু তাকে চমকে দিতে মঙ্গলবার রাতে ৯টি কেক নিয়ে তার বাসায় হাজির হয়ে যান চলচ্চিত্রের সহকর্মী ও পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা। পরে সাভারের ফুলবাড়িয়ায় ঘরোয়া আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ডিপজল।

এ প্রসঙ্গে ডিপজল বাংলানিউজকে বলেন, ‘এবার করোনা পরিস্থিতির মধ্যে কেক কাটার ইচ্ছে ছিল না। কিন্তু আমার কাছের সবাই কেক নিয়ে বাসায় চলে এলো। তাদের তো আর না করতে পারি না, সবার মন রক্ষার্থে কেক কাটলাম। ’


 
তিনি আরও বলেন, ‘জীবন থেকে তো আরেকটি বছর হারিয়ে গেল। সবার ভালোবাসায় ও দোয়ায় এই পর্যন্ত আসতে পেরেছি। সামনের দিনগুলোও যাতে সুন্দরভাবে কাটাতে পারি, সেজন্য সবার আরও বেশি বেশি দোয়া চাই। ’

ডিপজলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাসায় ছুটে যান অভিনেতা জায়েদ খান ও অভিনেত্রী মৌ খান।

এই অভিনেতা বর্তমানে অভিনয় করছেন ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায়। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন মৌ খান। ডিপজল নিজেই সিনেমাটি প্রযোজনা করছেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।