ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনয় ছেড়ে ‘আল্লাহর কাছে আত্মসমর্পণ’ করলেন সাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
অভিনয় ছেড়ে ‘আল্লাহর কাছে আত্মসমর্পণ’ করলেন সাকিব খান ভারতীয় টিভি তারকা সাকিব খান

অভিনয় ছেড়ে ইসলামের পথে মনোনিবেশ করলেন ‘রোডিজ’ খ্যাত ভারতীয় টিভি তারকা সাকিব খান। তিনি জানিয়েছেন, তিনি কাশ্মীর থেকে এসেছেন এবং তিনি বিনোদন জগত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ঘোষণা দেন সাকিব।  

তিনি বলেন, তিনি আগামীতে আর কখনও অভিনয় এবং মডেলিং করবেন না। এই রকম নয় আমার কাছে কাজ ছিল না অথবা আমি বশ্যতা স্বীকার করেছি। আমার হাতে ভালো প্রোজেক্ট ছিল। সবটাই আল্লাহর ইচ্ছে। আল্লাহ নিশ্চই আমার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছেন।  

বিনোদন দুনিয়াকে বিদায় জানানোর কারণ হিসেবে সাকিব আরও বলেন, ‘আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলাম এবং আমার ইসলাম ধর্মের প্রতি অবিচার করছিলাম। আমি প্রতিদিন নামাজ পড়তাম তবে শান্তি পাচ্ছিলাম না এবং আল্লাহর প্রতি মনোযোগ দিতে পারছিলান না। তাই আমি আল্লাহ’র কাছে আত্মসমর্পন করলাম। ’

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।