ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হীরার মাস্কে মুখ ঢাকলেন উর্বশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
হীরার মাস্কে মুখ ঢাকলেন উর্বশী উর্বশী রাউতেলা

করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মুখে মাস্ক পরার বিকল্প নাই। এ পর্যন্ত নানান ধরণের মাস্কের কথা শোনা গেলেও এবার হীরার মাস্ক পরে রীতিমতো আলোড়ন তুলেছেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা।

 

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। পথে-ঘাটে এখনও সর্বক্ষণের সঙ্গী ফেস মাস্ক। তাতেও স্টাইল খুঁজে নিয়েছেন সৌখিন মানুষজন। লাল, নীল, সবুজ, গোলাপী নানা রঙের মাস্ক যেমন দেখা যায়, তেমনই নানান ডিজাইনের কটন, সিল্কের মাস্কে ছেয়ে গেছে দোকানগুলি। যার যেমন পছন্দ, তার তেমন মাস্ক। তবে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার পছন্দ একেবারেই অন্য রকম। হীরার মাস্ক পরেছেন তিনি। আর সেই ভিডিও আপলোড করেছেন ইনস্টাগ্রাম প্রোফাইলে। মাস্ক দেখে চোখ ছানাবড়া হচ্ছে অনেকের।  

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেন উর্বশী। তারপর একাধিক সিনেমায় অভিনয় করলেও সাফল্য তেমন পাননি। তবে সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী। নানা ছবি ও ভিডিও আপলোড করে থাকেন নিয়মিত।  

এবার হীরার মাস্ক পরে নজর কাড়লেন তিনি। মাস্কের মাঝখানটি কাচ দিয়ে ঢাকা বলেই মনে হচ্ছে। বাকি অংশ পুরোটাই নকশা করা হীরা দিয়ে মোড়া রয়েছে। যার দ্যুতি ঠিকরে পড়ছে। ভিডিওর ক্যাপশনে রসিকতা করে অভিনেত্রী লিখেছেন, ‘সম্পূর্ণ মুখের জন্য হীরার মাস্ক। উফফ বড্ড ভারি! দোষ দেবেন না প্লিজ। ”

অবশ্য দোষ অভিনেত্রীকে দিয়েছেন নেটদুনিয়ার নাগরিকরা। কেউ হাসিতে লুটিয়ে পড়ার জিফ ব্যবহার করেছেন, কেউ আবার লিখেছেন হাস্যকর লাগছে অভিনেত্রীকে। অবশ্য অনেকে প্রশংসাও করেছেন। আর সমালোচনা তো তারকাদের জীবনের অঙ্গ। সেদিকে খুব একটা মন দেন না অভিনেত্রী। তাই ছবি ও ভিডিও তিনি আপলোড করতেই থাকেন। জানা গেছে, মূলত একটি ডায়মন্ড কোম্পানির বিজ্ঞাপনে তিনি এই বেশে হাজির হতে চলেছেন। সেজন্যই এই সাজ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।