ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
টিকার দ্বিতীয় ডোজ নিলেন জেমস দ্বিতীয় ডোজ নিচ্ছেন জেমস

করোনা ভাইরাস প্রতিরোধমূলক টিকার দ্বিতীয় ডোজ নিলেন রকস্টার মাহফুজ আনাম জেমস।  

রোববার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নেন তিনি।

এর মধ্য দিয়ে জেমসের করোনা টিকার কোর্স সম্পন্ন হলো।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি জেমস টিকার প্রথম ডোজ নিয়েছেন। দুই মাস পর দ্বিতীয় ডোজ নিলেন এই জনপ্রিয় ব্যান্ড তারকা। টিকার প্রথম ডোজ নেওয়ার পর জেমসের তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। দ্বিতীয় ডোজের পরও তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

আরও পড়ুন>>করোনার টিকা নিলেন জেমস 

নিজ উদ্যোগে একজন সচেতন নাগরিক হিসেবেই জেমস টিকার ডোজ সম্পন্ন করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।