ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জ্যাক স্নাইডারের জম্বি সিনেমায় হুমা কুরেশি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
জ্যাক স্নাইডারের জম্বি সিনেমায় হুমা কুরেশি

প্রখ্যাত নির্মাতা জ্যাক স্নাইডারের হাত ধরে হলিউডে অভিষেক করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। জম্বি-হরর ‘আর্মি অব দ্য ডেড’ সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।

হলিউড সিনেমায় উপমহাদেশের তারকাদের উপস্থিতি নতুন নয়। এই তালিকায় এবার নাম লিখিয়েছেন হুমা কুরেশিও। হলিউডের ডাকসাইটে পরিচালক জ্যাক স্নাইডার পরিচালিত ‘আর্মি অব দ্য ডেড’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হুমাকে। প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। ট্রেলারে ক্ষণিকের জন্যই দেখা মিলেছে বলিউড তারকার।

আধুনিক হলিউড সিনেমার প্রথম সারির পরিচালকদের মধ্যে জ্যাক স্নাইডারের নাম উপরের সারিতে। প্রখ্যাত ‘৩০০’ সিনেমার সিরিজ তার তত্ত্বাবধানে তৈরি। ‘ম্যান অফ স্টিল’, ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান’, ‘জাস্টিস লিগ’-এর মতো সুপারহিরো সিনেমা তৈরি করেছেন জ্যাক। ‘স্যুইসাইড স্কোয়াড’ সিরিজের অন্যতম প্রযোজক তিনি। সেই জ্যাক স্নাইডার পরিচালিত ‘আর্মি অফ ডেড’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেও বেজায় খুশি হুমা কুরেশি। ট্রেলার শেয়ার করে ক্যাপশনে সেকথা জানাতে ভোলেননি অভিনেত্রী।

সিনেমাটিতে মুখ্য চরিত্রে রয়েছেন অবসরপ্রাপ্ত রেস্টলার ডেভ বাতিস্তা। দেখা যাচ্ছে, এলা পারনেল, ওমারি হার্ডউইকের মতো অভিনেতাদের। সিনেমাতে হুমার চরিত্রের নাম গীতা। তবে গল্পে চরিত্রটি কীভাবে এসেছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ট্রেলার দেখে যেটুকু বোঝা যাচ্ছে তাতে একটি ভেগাসের একটি ক্যাসিনো লুট করার দায়িত্ব দেওয়া হয় ডেভের চরিত্রকে (স্কট)। কিন্তু সেই অর্থ পেতে গেলে জম্বি বাহিনীকে হারিয়ে যেতে হবে স্কট ও তার বন্ধুদের।  

২০২১ সালের মার্চ মাসে সিনেমাটির কাজ সম্পূর্ণ হওয়ার কথা বলেছিলেন জ্যাক স্নাইডার। মুক্তির জন্য ২১ মে দিনটি ধার্য রয়েছে। ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে নেটফ্লিক্স।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।