ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কবরীর বিদায়ে শোকস্তব্ধ তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
কবরীর বিদায়ে শোকস্তব্ধ তারকারা

করোনা আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় শুক্রবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী।  

কবরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্রের নবীন-প্রবীণ শিল্পীরা শোকস্তব্ধ হয়ে পড়েন।

তার এভাবে চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছেন না। অনেকে বরেণ্য এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তার স্মৃতি মনে করে অনেকে আবেগি হয়ে পড়েছেন।

চিত্রনায়ক শাকিব খান ফেসবুকে কবরীকে স্মরণ করে লেখেন, ‘কিংবদন্তি এই মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ’

কণ্ঠশিল্পী কনক চাঁপা লেখেন, ‘আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! আবারও বলি আমরা অবশ্যই জানি আমরা একান্তই তোমার আল্লাহ এবং তোমার দিকেই প্রত্যাবর্তনকারী। তারপরও আমরা মানুষ। আপনজনকে ভালোবাসা আমাদের স্বভাবজাত স্বভাব। প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। ’

শোক প্রকাশ করে অভিনেত্রী মাহিয়া মাহি লেখেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় অভিনেত্রী ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী আপা। ’

অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘কবরী আপা নেই! আমাদের স্বপ্নের নায়িকা, কোন অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল মনে নেই। শেষ যে বার দেখা হয়েছিল তাঁর সাথে, আবদার করেছিলাম একটা ছবি তোলার…খুব স্পষ্ট মনে আছে, বলেছিলেন ‘‘চঞ্চল, আমি তোমার ‘মনপুরা’র ভক্ত’’ ভালো থাকবেন কবরী আপা। কয়েক দিন ধরেই আপনার সাথে তোলা ছবিগুলো খুঁজছিলাম। এখন পেলাম, যখন আপনি অনেক দুরে...। ’

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম লেখেন, ‘ওপারে আপনি ভালো থাকুন, বিদায় কিংবদন্তি। ’

চিত্রনায়ক সাইমন সাদিক লেখেন, ‘কবরী ম্যাডাম আর নেই। ১৭.৪.২০২১ তারিখ ১২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিঊ। মহান আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন। ’

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ লেখেন, ‘বরেণ্য অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী আর নেই। তার আত্মার শান্তি কামনা করছি। ’

‘মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এতো অবিশ্বাস্য কেনো? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করেনা কেনো? পৃথিবীতে হয়তো এমন অনেক কেনোর কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি’, শোক প্রকাশ করে লেখেন চিত্রনায়িকা শবনম বুবলী।

অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন, ‘সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবরী আপা! কোথায় যেন একটা আশা ছিল, সবাইকে অবাক করে, আপনি সেই চিরচেনা মিষ্টি হাসি দিয়ে ফিরে আসবেন। শ্রদ্ধা, ভালোবাসা। ওপারে শান্তিতে ঘুমান। ’

শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
জেআইএম

আরও পডুন:

বনানী কবরস্থানে সমাহিত হবেন কবরী
কবরী একজনই হয়: শাবানা
হাসপাতালের হিমাগারে কবরীর মরদেহ, দাফনের সিদ্ধান্ত সকালে
কিংবদন্তি এই মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি: শাকিব খান
কান্না থামছে না কবরীর শেষ সিনেমার নায়িকার
কবরীর প্রস্থান: চলচ্চিত্রের আরেকটি অধ্যায়ের সমাপ্তি
চলে গেলেন ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ কবরী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।