ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘চোখ’ সিনেমার জন্য গাইলেন এলিটা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
‘চোখ’ সিনেমার জন্য গাইলেন এলিটা এলিটা করিম ও এস আই শহীদ

দীর্ঘদিন পর প্লেব্যাক করলেন কণ্ঠশিল্পী এলিটা করিম। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’র একটি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি।

 

‘বুকের ডাকবাক্স’ শিরোনামের গানটির কথা লিখেছেন এস আই শহীদ, সুরও তার।  

নতুন গানটি প্রসঙ্গে এলিটা বলেন, আমি সাধারণত একটু বেছে কাজ করি। কথা ও সুর পছন্দ না হলে গাইতে ইচ্ছে করে না। আমি মনে করি একজন শিল্পীর এই স্বাধীনতা থাকা উচিত। এই গানটির কথা ও সুর ভালো লাগায় গেয়ে ফেললাম। সাধারণত আমি যে ধরনের গান করি এটি অনেকটা সেরকম হলেও একটু ভিন্নতা আছে। যা শ্রোতারা টের পাবেন।  

এস আই শহীদ বলেন, সিনেমার গানে সব সময় ব্যবসাটা প্রাধান্য পায়। কিন্তু এরপরও কিছু গান থাকে অন্যরকম। যেখানে গল্প বা গল্পের অবস্থানটাই মুখ্য থাকে। ‘বুকের ডাকবাক্স’ এমনই একটি গান। আমার বিশ্বাস শ্রোতারা এটি পছন্দ করবেন।

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ‘চোখ’র শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।