ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শামীম-সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
শামীম-সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’ শামীম ও সারিকা

করোনার লকডাউন পরিস্থিতিতে বিয়ে এবং নাটকীয় কিছু ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সীমিত পরিসরে বিয়ে’। এটি নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ।  

এ প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, নাটকটির গল্প সমসাময়িক। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে, বিয়েটাও। এমন এক গল্প নিয়ে নাটকটি। দর্শকরা দেখে আনন্দ পাবেন।

শামীম তার ফেসবুক অ্যাকাউন্টে নাটকটির একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে সারিকাকে। ক্যাপশনে তিনি জানান ‘সীমিত পরিসরে বিয়ে’। আর এই লকডাউনের মধ্যেই কাজটি সম্পন্ন করেছেন তারা।

জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে ‘সীমিত পরিসরে বিয়ে’ নাটকটি ইউটিউবে প্রচার পাবে।

শামীম-সারিকা একসঙ্গে বেশকিছু নাটকে দেখা গেছে। তাদের উল্লেখযোগ্য কাজের একটি হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।