ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২১ দিন পর করোনামুক্ত হলেন রিয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
২১ দিন পর করোনামুক্ত হলেন রিয়াজ চিত্রনায়ক রিয়াজ আহমেদ

করোনামুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাতে তার করোনা ভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

বিষয়টি রিয়াজ নিজেই ফেসবুকে জানিয়েছেন। তিনি লেখেন, ‘দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম। আলহামদুলিল্লাহ্‌। মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। ’

তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ তিনা (স্ত্রী), গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য। আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম। ’

এছাড়া সকল করোনা আক্রান্ত মানুষদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। একই সঙ্গে স্বজনহারা পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত ২৮ মার্চ নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন অভিনেতা। পরে গত ২৯ মার্চ রিয়াজের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।

‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। তবে করোনা আক্রান্ত হওয়ায় শুটিংয়ের জন্য ভারত যেতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।