ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নোবেলের চোখে ব্যান্ডেজ, লিখলেন সড়ক দুর্ঘটনায় রাস্তাটি আহত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
নোবেলের চোখে ব্যান্ডেজ, লিখলেন সড়ক দুর্ঘটনায় রাস্তাটি আহত! নোবেল

হঠাৎ মধ্যে রাতে ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছেন ভারতের একটি টেলিভিশনের রিয়েলিটি শো থেকে আলোচনায় আসা বাংলাদেশের উঠতি সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল।  

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাতে নিজের ফেসবুকে একটি সেলফি প্রকাশ করেন নোবেল।

ছবিতে নোবেলের গায়ে রোগীদের পোশাক দেখা যাচ্ছে। এক চোখ পুরোটা ব্যান্ডেজ করা। হাতে রয়েছে টাকার বান্ডেল।  

ছবির ক্যাপশনে নোবেল লেখেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছেন। রাস্তাটির জন্য দোয়া করবেন। ’

ছবির কমেন্টে অনেকে জানতে চান, নোবেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কিনা। কোন হাসপাতালেই বা ভর্তি রয়েছেন তিনি। কিন্তু নোবেল এসব প্রশ্নের কোনো উত্তর দেননি।  

বিভিন্ন সাক্ষাৎকারে অপরিণত কথাবার্তা, ‘তামাশা’ গানের প্রচারণায় অন্য শিল্পীদের অশ্রদ্ধা, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় তার বিরুদ্ধে এফআইআর, জাতীয় সংগীত বিতর্ক—সব মিলিয়ে এপার-ওপারে ভীষণ সমালোচিত সংগীতশিল্পী নোবেল। অনেকেই তার ক্যারিয়ার শেষ বলে ভেবেছিলেন ওই সময়। তবে তিনি নিজের মতোই কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।