ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনার প্রকোপে মুম্বাই ছাড়ছেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
করোনার প্রকোপে মুম্বাই ছাড়ছেন বলিউড তারকারা গৌরী খান ও আরিয়ান খান (বামে) / আলিয়া ভাট ও রণবীর কাপুর (ডানে)

ভারতের ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনার সংক্রমণ। আর তাই বহু বলিউড তারকা মুম্বাই ছেড়ে পাড়ি জমিয়েছেন দূরদেশে।

 

নিজেদের সুরক্ষার জন্য ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের পরিবার মুম্বাই ছাড়ছেন। তবে গৌরি, আরিয়ান, সুহানা নিউইয়র্ক থাকলেও এখনো মান্নাতে অবস্থান করছেন আবরাম খান ও শাহরুখ খান। তাদের পরিবারের সঙ্গে একত্রিত হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কারণে আগে থেকেই যুক্তরাষ্ট্রে আছেন মেয়ে সুহানা খান। বুধবার (২১ এপ্রিল) রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে মুম্বাই ছাড়লেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ান খান। সেখানে মেয়ে সুহানা খানের অ্যাপার্টমেন্টে থাকবেন তারা।

এদিকে, রাজ্য সরকার গুলোর লকডাউন ঘোষণা করতেই ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দিয়েছেন একঝাক বলিউড তারকা। তাদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলী খান, জাহ্নবী কাপুরসহ অনেকে। এরই মধ্যে প্রথম সারির অনেক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। অনেকে করোনার কারণে মুম্বাই ছেড়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।