ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আই লাভ ইউ’ লিখে প্রেম নিবেদন পরীমনির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
‘আই লাভ ইউ’ লিখে প্রেম নিবেদন পরীমনির পরীমনি ও গায়ক সাদের

লকডাউনের মধ্যে দুবাই গিয়েছিলেন পরীমনি। সেখান থেকে ফিরেছেন সম্প্রতি।

আর দেশে ফিরেই নিজের নতুন প্রেমের কথা জানালেন তিনি! 

ফেসবুকে এক যুবকের ছবি পোস্ট করে পরীমনি ক্যাপশনে লেখেন, ‘আই লাভ ইউ। জানুক দুনিয়া’।

পোস্টটি দেওয়ার পর এতে হাজার হাজার পরী-ভক্ত হুমড়ি খেয়ে পড়েন। ছবির নিচে নানা রকম মন্তব্য করতে থাকেন অনেকে।  

জানা যায়, পরীর পোস্ট করা সেই যুবক হচ্ছেন মরোক্কান গায়ক সাদের। মূলত ভক্ত হিসেবে তার প্রেমের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী, ব্যক্তিগত জীবনের প্রেম নয়! হয়তো সাদের গানের নিয়মিত শ্রোতা এই অভিনেত্রী। কিন্তু এ বিষয়টি খোলাসা করেননি ‘স্ফুলিঙ্গ’খ্যাত তারকা।

লকডাউনের আগে পরীমনি ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার শুটিং করেছেন। ঈদের পর এই সিনেমার বাকি কাজ সম্পন্ন করার কথা তার। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

পরীমনিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমায়। ২৬ মার্চ মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।