ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে ছোট পর্দায় আসছে ‘বীর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
ঈদে ছোট পর্দায় আসছে ‘বীর’ 'বীর' সিনেমার পোস্টারে শাকিব খান

করোনা ভাইরাসের কারণে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পাওয়া নিয়ে সংশয় রয়েছে। তাই গতবারের মতো এই ঈদেও বড় পর্দায় শাকিব খানকে দেখা প্রায় অনিশ্চিত।

তবে ঈদে ছোট পর্দায় থাকছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। কাজী হায়াৎ পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমার টেলিভিশন ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দীপ্ত টিভিতে।  

কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমা ‘বীর’। ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’র পর ‘বীর’ শাকিব খান প্রযোজিত তৃতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরও রয়েছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, নানা শাহ, হাবিব, শিবা সানু ও জাহিদসহ অনেকে।  

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘বীর’ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে ব্যবসায়িক প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। এটি প্রথমবারের মতো টেলিভিশনে প্রচার হতে যাচ্ছে। দীপ্ত টিভির ৭ দিনের ঈদ অনুষ্ঠানমালার প্রথম দিন সিনেমাটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।