ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
করোনায় আক্রান্ত আল্লু অর্জুন আল্লু অর্জুন

ভারতে চলমান ভয়াবহ মহামারির মধ্যেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। সামাজিকমাধ্যমে ভক্ত-অনুরাগীদের তিনি নিজেই জানিয়েছেন এ খবর।

বুধবার (২৮ এপ্রিল) দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুন এক টুইটার পোস্টে জানান তিনি কোভিড পজিটিভ। তিনি লেখেন, আমার কোভিড টেস্টে পজিটিভ হয়েছি। বাড়িতে নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলছি।  

তিনি আহবান জানিয়ে বলেন, যারা আমার সংস্পর্শে এসেছেন তাদেরকে করোনা টেস্ট করে নিতে অনুরোধ করছি। আমাকে নিয়ে উদ্বিগ্ন হতে হবে না, কারণ আমি ভালোই আছি।  

‘বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ এলে ভ্যাক্সিন নিয়ে নিন’, যোগ করেন তিনি।

ঠিক এক মাস আগেই (২৮ মার্চ) আল্লু অর্জুন নায়ক হিসেবে ক্যারিয়ারের ১৮ বছর পূর্ণ করেছেন। এজন্য ‘আরিয়া’খ্যাত এই স্টাইলিশ তারকা তার অনুরাগীদের ধন্যবাদ জানান।

কে রাঘাবেন্দ্র রাও পরিচালিত ‘গাঙ্গুত্রি’ হচ্ছে আল্লু অর্জুনের প্রথম সিনেমা। এরপর ‘আরিয়া’, ‘আরিয়া ২’, ‘বনি’, ‘হ্যাপি’, ‘পারুগু’, ‘বারুদু’ ও ‘জুলাই’র  মতো বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।  

তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ব্লকবাস্টার হিট।  

এদিকে আল্লু অর্জুন অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘পুষ্পা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। চলতি বছর ১৩ আগস্ট এটি মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।