ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনায় আক্রান্ত ‘রানিমা’ দিতিপ্রিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
করোনায় আক্রান্ত ‘রানিমা’ দিতিপ্রিয়া দিতিপ্রিয়া রায়

দিল্লি-মুম্বাইয়ের মতো কলকাতাতেও বাড়ছে করোনার প্রকোপ। এবার মা বাবাসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার ‘রানিমা’খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

বুধবার অভিনেত্রী জানান, তিনি করোনা পজিটিভ। রিপোর্ট পজিটিভ এসেছে তার মা-বাবারও। খুব সম্ভবত দিতিপ্রিয়ার বাবাই প্রথম কোভিড পজিটিভ হন, দু-দিন জ্বরে ভোগেন অভিনেত্রীর মা। পরে করোনা পরীক্ষা করালে, তিনজনেরই রিপোর্ট পজিটিভ আসে।  

দিতিপ্রিয়া রায় বলেন, তিনজনই ভালো আছি। তবে আমার একটু বেশি দুর্বল লাগছে। সর্দি-কাশি হলে যেমন হয় আর কী। একটু গলা খুশখুশ, মাথা-ব্যাথা এই আর কী! 

আপতত আইসোলেশনে রয়েছে দিতিপ্রিয়ার পরিবার। চিকিৎসকের পরামর্শ ও করোনাবিধি পালন করছেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।