ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একশ’ অক্সিজেন কনসেনট্রেটর দিলেন অক্ষয়-টুইঙ্কেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
একশ’ অক্সিজেন কনসেনট্রেটর দিলেন অক্ষয়-টুইঙ্কেল অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না

ভারতে তীব্র অক্সিজেনের চাহিদা মেটাতে সাহায্যে এগিয়ে এলেন তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। করোনা আক্রান্তদের জন্য ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন এই তারকা দম্পতি।

সামাজিকমাধ্যমে টুইট করে টুইঙ্কেল খান্না নিজেই জানালেন একথা। ইনস্টাগ্রামেও একই পোস্ট করে সাহায্যের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন টুইঙ্কেল। অনুসারীদের তিনি অনুরোধ করেছেন, নিজেদের সাধ্যমত এই দুর্দিনে মানুষকে সাহায্য করার, তাদের পাশে থাকার। টুইঙ্কেল তার ফ্যানেদের সঙ্গে এও শেয়ার করেছেন যে, তার পরিবারের বেশ কিছু সদস্য অসুস্থ ছিলেন। তাই বেশ কয়েক সপ্তাহ কঠিন পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হতেই তিনি ও অক্ষয় নেমে পড়েছেন কোভিড মোকাবিলায়।

বন্ধু গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে ইতোমধ্যেই ১ কোটি রুপি দিয়েছেন অক্ষয় কুমার। প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিবিদ ঘোষণা করেছেন, সেই টাকায় অসহায়দের খাবার, ওষুধ এবং অক্সিজেন দেওয়া হবে।  

চলতি বছরের এপ্রিল মাসের গোড়ার দিকে অক্ষয় কুমার নিজেই কোভিড আক্রান্ত হয়েছিলেন। ‘রামসেতু’ সিনেমার শুটিং চলাকালীন আক্রান্ত হন অক্ষয়। প্রথমে বাড়িতে নিভৃতবাসে ছিলেন। পরে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। সুস্থ হয়েই বড় সিদ্ধান্ত নিলেন দম্পতি। দেশের মানুষের পাশে শুধু নিজেরাই দাঁড়ালেন না, সামাজিকমাধ্যমেও আবেদন রাখলেন কীভাবে সকলে তাদের এই সাহায্যে পাশে দাঁড়াতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।