ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিরাজগঞ্জের ৯৮ সংস্কৃতিকর্মীকে প্রধানমন্ত্রীর অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
সিরাজগঞ্জের ৯৮ সংস্কৃতিকর্মীকে প্রধানমন্ত্রীর অনুদান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন শিল্পী, কলাকুশলী ও কবি-সাহিত্যিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল তিনটার দিকে শহরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ৯৮ সংস্কৃতিকর্মীর মাঝে চেক বিতরণ করেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মেদ।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনীর হোসেনের সভাপতিত্বতে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, শিল্পকলা একাডেমির সদস্য নাট্যব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।  

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৯৮ শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিক প্রত্যেককে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।