ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘নীল মাছি’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘নীল মাছি’  বাপ্পা মজুমদার

নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। তার ‘নীল মাছি’ শিরোনামের গানটি লিখেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার।

সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘নীল মাছি’ গানের মিউজিক ভিডিওটির চিত্রনাট্য ও পরিচালনা করবেন পলিন কাউসার নিজেই।  

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, কথা ও সুরে ভিন্নতা নিয়ে এসেছেন পলিন। গানটি বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এ ধরণের গানের একটা আলাদা আবেদন আছে যা রুচিশীল শ্রোতাদের কাছে টানতে সক্ষম হবে।

পলিন কাউসার বলেন, কোনো গান যখন আমি লিখি, তাতে আমার চেষ্টা থাকে একে একটি অন্যরূপ দেওয়ার। যেখানে মানুষ যেন তার নিজস্ব দর্শনের সঙ্গে একে মিশিয়ে আরাম পান। এই গানটি তেমনই, যেখানে একইসঙ্গে প্রেম এবং অপ্রেমের ভেতরকার মাঝে একটি মেলবন্ধন করা হয়েছে। বাপ্পাদার অনবদ্য গায়কী প্রতিটি শব্দকে জীবন্ত করেছে দারুণভাবে।

সংগীত পরিচালক রাজন সাহার সঙ্গীতায়োজনে স্টুডিও জয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘নীল মাছি’ গানটি শিগগিরই প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।