ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

ফকির আলমগীরকে হারিয়ে শোকাচ্ছন্ন সংগীতাঙ্গন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
ফকির আলমগীরকে হারিয়ে শোকাচ্ছন্ন সংগীতাঙ্গন ফকির আলমগীর

কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে হারিয়ে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এভাবে তার চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছেন না।

 

সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফকির আলমগীরের একটি ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা ফকির আলমগীর ভাই। ’

গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত শোক প্রকাশ করে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘চলে গেলেন গণমানুষের শিল্পী ফকির আলমগীর। মানবিক গুণাবলিতে মহান এই শিল্পীর অকস্মাৎ মৃত্যু সংবাদে স্বজন হারানোর কষ্ট অনুভব করছি। সম্প্রতি তার অসুস্থতার খবরে বেশ শঙ্কিত হয়ে পড়েছিলাম। নিয়মিত খোঁজ-খবরও রাখছিলাম। দু’দিন আগেও ভাবীর সঙ্গে কথা হয়েছিল, বলেছিলেন-‘এখন কিছুটা স্ট্যাবল, দোয়া করেন। ’ কিছুটা আশার আলো দেখেছিলাম, কিন্তু না প্রাণঘাতী করোনার কাছে পরাজিত হয়ে অবশেষে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা বেতারের এই শব্দসৈনিক-বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফকির আলমগীর।  

শোক জানিয়ে সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লেখেন, ‘চলে গেলেন আমাদের ফকির আলমগীর! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ’ 

সংগীত পরিচালক হাসান মতিউর রহমান লেখেন, ‘এই দুনিয়ায় আইছো বান্দা/সঙ্গে নিয়া চাইল/ চাইল ফুরালে যাইতে হবে/ আইজ কিম্বা কাইল’-চলে গেলেন ফকির আলমগীর ভাই। ’

সংগীতশিল্পী তপন চৌধুরী শোক প্রকাশ করে লেখেন, ‘না ফেরার দেশে চলে গেলেন  গণমানুষের শিল্পী ফকির আলমগীর ভাই (লাল ভাই)। ওপারে ভালো থাকবেন। ’

সংগীতশিল্পী আসিফ আকবর লেখেন, ‘ফকির আলমগীর ভাই আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। ’

অভিনেতা ও সংগীতশিল্পী চঞ্চল চৌধুরী লেখেন, ‘ফকির ভাই…ভালো থাকবেন। আপনি ছবি তুলতে খুব পছন্দ করতেন, শেষ ছবিটা তোলা হলো না। চলে গেলেন ফকির আলমগীর, শ্রদ্ধা। ’

সংগীতশিল্পী লোপা হোসাইন লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার আব্বার সহপাঠী ছিলেন ফকির আলমগীর আংকেল। ভীষণ স্নেহ করতেন আমাকে। গত মাসেই ফোন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ২৮ জুন রাতে আমি ফকির আলমগীর আংকেলের সঙ্গে সেই লাইভ অনুষ্ঠানে অংশ নেই। কে জানতো যে সেদিনই শেষ কথা, শেষ দেখা আংকেল এর সঙ্গে। আল্লাহ তায়ালা আংকেলকে বেহেশত নসীব করুন। ’

সংগীত শিল্পী তপু খান লেখেন, ‘আমরা মরি কী আসে যায় মহাজনের পাওনা টাকায় বেবাক ফসল তুইলা দিলাম আমরা তাগোর খামারে ও সখিনা, গেছস কিনা ভুইল্লা আমারে... বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের কণ্ঠস্বর ফকির আলমগীরের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।