ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় আহত তামিল অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় আহত তামিল অভিনেত্রী যশিকা আনন্দ

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যশিকা আনন্দ ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

একই ঘটনায় গাড়িতে থাকা তার এক বন্ধু মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ জুলাই) দিনগত রাতে। তামিলনাড়ুর মহাবালীপুরমের ইস্ট কোস্ট রোড দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন যশিকা। সেসময় গাড়িতে তার আরও ৩ বন্ধু ছিলেন। অভিনেত্রী নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন যশিকা, আর এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এই নিয়ে মামলাও দায়ের করেছে মহাবালীপুরমের পুলিশ, করছে তদন্ত।

দুর্ঘটনার পর স্থানীয়রা যশিকা এবং তার দুই বন্ধুকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে অভিনেত্রীর বন্ধু ভল্লী চট্টি ভবানীর মৃত্যু হয়।  

তামিল ও তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ যশিকা। ‘কাভালাই ভেন্দম’ নামের তামিল একটি সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় তার। পরে বিজয় দেবেরকোন্ডা অভিনীত ‘নোটা’ সিনেমায় সবার নজর কাড়েন তিনি। কমল হাসান সঞ্চালিত ‘বিগ বস’ তামিলে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে অভিনেত্রী।  

যশিকার আসন্ন সিনেমা ‘সালফার’-এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে সম্প্রতি। এতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।