ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আথিয়ার কাছে ক্ষমা চাইলেন সালমান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
আথিয়ার কাছে ক্ষমা চাইলেন সালমান (ভিডিও)

সালমান খানের প্রযোজিত ছবি  ‘হিরো’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন আথিয়া শেঠি। এবার এই তরুণ অভিনেত্রীর কাছেই ক্ষমা চেয়েছেন সালমান।

আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ সিজন ২’তে অংশ নিয়ে আথিয়ার কাছে ক্ষমা চেয়েছেন সালমান খান।

অনুষ্ঠানের এক পর্যায়ে ভাই সালমানের উদ্দেশ্যে আরবাজ বলেন, ইনস্টাগ্রামে তোমার ৪২ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। বিপরীতে তুমি ফলো করো মাত্র ২৭ জনকে। এর মধ্যে অর্ধেকই আমাদের পরিবারের সদস্য। আরবাজ তিনটি নাম উল্লেখ করে জানতে চান, এদের মধ্যে কাকে সালমান ফলো করেন না। নামগুলো হলো ক্যাটরিনা কাইফ, সংগীতা বিজলানি ও আথিয়া শেঠি।

জবাবে সালমান খান সংগীতা বিজলানির নাম উচ্চারণ করেন। আরবাজ জানান, সংগীতা নয়, বরং আথিয়াকে ফলো করেন না সালমান।

আরবাজ এ কথা বলার পর প্রকাশ্যেই আথিয়া শেঠির কাছে ক্ষমা চান সালমান। হাতজোড় করে সালমান বলেন, আথিয়াকে ফলো না করার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এখন থেকে অবশ্যই তাকে ফলো করবেন বলে কথা দেন ভাইজান। যদিও এখনো আথিয়াকে ফলো করা শুরু করেননি সালমান।

পরিবারের সদস্যদের বাইরে সালমান ফলো করেন ক্যাটরিনা, সঙ্গীতা, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ, লুলিয়া ভানতুরসহ হাতে গোণা কয়েকজনকে।

 

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।