ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

তারান্নুম আফরীনের ‘কাঙ্খের কলসী’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
তারান্নুম আফরীনের ‘কাঙ্খের কলসী’  তারান্নুম আফরীন

ঈদ উপলক্ষে ‘কাঙ্খের কলসী’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ও কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন।  

ফোক ফিউশনধর্মী গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। আর গানটির সিনেম্যাটিক ভিডিওতে মডেল হয়েছেন সুপ্ত ও এসকে তৃষ্ণা।  

এ প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘আমি সাধারণত এ ধরনের গান করি না। দীপদা দারুণ কথা আর রাফাত ভাইয়ের কম্পোজিশন আমাকে চমকে দিয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। ’

রাফাত বলেন, ‘দূর পরবাসে বিজ্ঞান নিয়ে পড়ে থাকেন। কিন্তু বাংলা গানের প্রতি তার অসম্ভব টান। তারান্নুম আফরীন আপুর ভয়েসে অন্যরকম একটা মেলোডি আছে। এই গানটিতে তাকে একেবারে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ’
 
‘কাঙ্খের কলসী’ গানটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এমআর বেস্ট মিডিয়ার ব্যানারে। গানটি এরই মধ্যে তিন লাখের বেশি ভিউ পেয়েছে। এছাড়াও ঈদে সুরঞ্জলি থেকে মুক্তি পেয়েছে তারান্নুম আফরীন ও তরিক মৃধার দ্বৈত গান ‘তোকে ভালোবাসি খুব’।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।